*রাখি বন্ধন আর পুজোর কেনাকাটা শুরু শ্রাবন্তীর হাত দিয়ে*


পুজো আর বেশি দিন বাকি নেই, ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর কেনাকাটা। এরই মধ্যে শহরের সর্বত্র  ছড়িয়ে পড়েছে একটিই নাম   "পলাশ শাড়ি কুঞ্জ" । মূলত দমদমে প্রতিষ্ঠানটি  ৮ বছরেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে ।  রাখি বন্ধনকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট শাখা উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও
প্রতিষ্ঠানের কর্ণধার রিয়া ঘোষ ।

 রিয়া জানালেন "নারী মনের শাড়ি কুঞ্জ মানেই  পলাশ শাড়ি কুঞ্জ"।
ফুলিয়া তাঁত, ধনেখালি তাঁত, জামদানি , কাঞ্জিভরম,বিয়ের বেনারসি, কটন শাড়ি ,
স্বর্ণ কাতান , বালুচরী , এবং পিওর সিল্ক সহ আধুনিক ডিজাইনের সমস্ত শাড়ি সম্ভার নিয়ে পুজোর কেনাকাটা গড়িয়া হাটের অন্যতম সংযোজন পলাশ শাড়ি কুঞ্জ।

এখানে ১৯৫ টাকা থেকে শুরুকরে লক্ষাধিক টাকার শাড়ি । থাকছে পুজোয় বিশেষ ছারের সুবিধা।

এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এবং প্রেরণা,অনন্যা  সুকান্ত সহ বেশ কয়েকজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার।
PIC SANTANU DOLUI 
MOBILE NO --7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন