রেওয়া পত্রিকার দশম বর্ষপূর্তি উৎসব
নির্মাল্য বিশ্বাস সম্পাদিত রেওয়া পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হল দমদমের অজিতেশ মঞ্চে। পত্রিকা প্রকাশ, সাহিত্য সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহাসমারোহে পালিত হল রেওয়া পত্রিকার দশম বর্ষপূর্তি উৎসব। পত্রিকায় যাঁরা কলম ধরেছেন তাঁদের প্রত্যেককে সম্মাননা প্রদান করা হল।
সারা জীবনের সাহিত্য কর্মের স্বীকৃতিতে ভাষাতাত্ত্বিক পন্ডিত পবিত্র সরকারকে রেওয়া সাহিত্যরত্ন সম্মান প্রদান করা হয়। 'পূবালী' কাব্যগ্রন্থের জন্য প্রদীপ কুমার আচার্য্য, 'চেনা পথের অচেনা ইতিবৃত্ত' গল্পগ্রন্থটির জন্য সুপ্তা আঢ্য, 'আত্মজার প্রতি' উপন্যাসটির জন্য অরুণিমা চ্যাটার্জী, এস. আর. বি. নিউজ বাংলার কর্ণধার রাজেন বিশ্বাস সহ আরো অনেককেসম্মান প্রদান করা হয় । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্মাল্য বিশ্বাস।
রেওয়ার কালচারাল প্রেসিডেন্ট মণিদীপা চক্রবর্তী, সম্পাদক গৌতম দত্ত, কুন্তল দে এবং সদস্য দুলাল সুর, শুভ দে, অঞ্জনা ব্যানার্জীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর হয়ে ওঠে।
Comments
Post a Comment