কানমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা


উত্তর ২৪ পরগণার হাটগাছি গ্রাম পঞ্চায়েত এলাকাধীন কানমারীতে প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাধরী নদীবক্ষে আয়োজিত হলো ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত নৌকাবাইচ প্রতিযোগিতা। বহু দশকের ঐতিহ্য বহন করে চলা এই প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মেলাকে কেন্দ্র করে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে স্থানীয় দুঃস্থ পরিবারদের হাতে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা গ্রামবাসীদের বিশেষভাবে উৎসাহিত করে।
সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজের প্রেরণায় ও স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোর সক্রিয় সহযোগিতায় এই মহোৎসব আয়োজন করা  হয়। অনুষ্ঠানে সঙ্ঘের পক্ষে উপস্থিত ছিলেন স্বামী সৌরভানন্দ, স্বামী শিবমিত্রানন্দ, স্বামী সুদামানন্দ ও স্বামী অরিন্দমানন্দ মহারাজ। 
এই উদ্যোগের অন্যতম সার্বিক সহযোগী ছিলেন সঙ্ঘ অনুরাগী ডাঃ শম্ভুনাথ চৌধুরী। তিনি তাঁর মহান পিতা-মাতা স্বর্গীয় ডাঃ মনিন্দ্র মোহন চৌধুরী ও নীলিমা রানী চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠানে অবদান রাখেন।
অনুষ্ঠানের দিন নদীর দুই পাড়ে ভিড় জমায় অসংখ্য ভক্ত ও দর্শক। কানমারী মৎস্য বাজার কমিটি, স্থানীয় প্রশাসন এবং এলাকার ছয়টি ক্লাবের সক্রিয় ভূমিকার ফলে মহোৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এই নৌকাবাইচ প্রতিযোগিতা শুধু ক্রীড়া নয়, বরং স্থানীয় ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে এমনটাই মত গ্রামবাসীর।
PIC  SANTANU  DOLUI 
MOBILE  NO  7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন