গত চৌঠা সেপ্টেম্বর প্রাক শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে হাওড়া জেলার পাঁচলা ব্লক অধ্যুষিত হাজী মহরম আলী সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসা(উঃ, মাঃ) এর পাঠাগার উদ্বোধন করা হলো।


হাওড়া জেলায় প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই মাদ্রাসাটি সমগ্র জেলার একমাত্র উচ্চ মাধ্যমিক গার্লস মাদ্রাসা। এই মাদ্রাসার 100 শতাংশ ছাত্রী নিম্নবিত্ত সংখ্যালঘু পরিবার থেকে অধ্যয়ন করতে আসে এবং ছাত্রীরা সকলেই ফার্স্ট জেনারেশন লার্নার. বিগত ২০১৪ সাল থেকে এই মাদ্রাসায় উচ্চমাধ্যমিক স্তরে পাঠদান করানো হয়ে আসছে।

 শিক্ষিকার অপ্রতুলতা, সরকারি আনুকূল্যের পরিমিত অনুদান, গ্রুপ-ডি ও গ্রুপ-সির শূন্যপদ এসব বহুবিধ সমস্যাকে চ্যালেঞ্জ করে নিম্নবিত্ত পরিবারের ছাত্রীদের শিক্ষার অগ্রগতির জন্য প্রধান শিক্ষিকা মোনালিসা চৌধুরী মহাশয়ার তৎপরতায় ও মাদ্রাসা কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতায় মাদ্রাসা লাইব্রেরির উদ্বোধন করা হলো অত্যন্ত মহতি ভাবনায়। ঘাটতি রয়েছে লাইব্রেরীর প্রয়োজনীয় ব্যবস্থাপনায়। ছাত্রীদের বসার চেয়ার টেবিল নেই, প্রয়োজনীয় আসবাবপত্র নেই। কিন্তু পাঠাগারের পুস্তক শিক্ষার্থীর সম্পদ এই ভাবনাতেই পাঠাগারের জন্য উচ্চ দপ্তর থেকে পাঠানো বস্তাবন্দী বই শিক্ষার্থীর হাতে তুলে দেয়া, শিক্ষার্থীর চেতনায় পাঠাগারের প্রয়োজনীয়তা উপলব্ধি করানো এবং মাদ্রাসার লাইব্রেরী যে শিক্ষার্থীর জ্ঞানঅর্জনের জন্য অপরিহার্য তা উপলব্ধি করে প্রধান শিক্ষিক ও সকল সহকারি শিক্ষিকিকাদের আন্তরিক সহযোগিতায় অবশেষে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে মাদ্রাসার লাইব্রেরী সূচনা করলেন। 

আয়োজন অপ্রতুল, মহাসমারোহ সম্ভব হয়ন। কিন্তু আগামী দিনে নিম্নবিত্ত পরিবারের ছাত্রীদের কাছে মাদ্রাসার লাইব্রেরী যে নতুন দিগন্ত খুলবে এ আশা সকলে।
PIC  SANTANU DOLUI 
MOBILE  NO  7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ