*রাজ্যের নতুন দল "শিক্ষা সমৃদ্ধি পার্টি (SSP)"*
সমগ্র বিশ্বের সামনে এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের জনগণের কাছে রাজ্যের নতুন রাজনৈতিক দল ঘোষিত হল "শিক্ষা সমৃদ্ধি পার্টির (SSP) । আনুষ্ঠানিক আত্ম প্রকাশে সভাপতি অভিমন্যু শান্ডিল্য জানালেন যে নতুন দলের লক্ষ্য একটাই— একটি সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলা।
এবং সেই নব নির্মাণের মূল ভিত্তি হবে তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—শিক্ষা,স্বাস্থ্য এবং সমৃদ্ধ বাংলা।
SSP-এর সুপরিকল্পিত নকশা ও রোডম্যাপ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনে জনগণের আশীর্বাদে সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রতিটি প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করব।
আমরা আগামী বছরের বিধানসভা নির্বাচনে ৫০টিরও বেশি আসনে প্রার্থী দেবে এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে চাই— আগামী বছর এই রাজ্যে একটি জোট সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার গঠনে "শিক্ষা সমৃদ্ধি পার্টি প্রধান ভূমিকা" পালন করবে।
এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি অভিমন্যু শান্ডিল্য,
সাধারণ সম্পাদক শাহ আলাম মোল্লা,কোষাধ্যক্ষ গৌতম বাগচী এবং দলের মুখপাত্র সুভ্রব্রত রায় সহ অন্যান্যরা।
PIC SANTANU DOLUI
MOBILE NO 7499910422
Comments
Post a Comment