গ্রামীণ বিকাশে উদ্যোগী কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, দিল্লিতে আয়ুর্বেদ নিয়ে সেমিনার


ভারত সরকারের আয়ুর্বেদ ও লাক্ষা চাষের বিষয়গুলি নিয়ে সামগ্রিক আলোচনার আয়োজন করেছিল তপশীল জাতি আদিবাসী প্রাক্তণ সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার ডেপুটি চেয়ারম্যান হলে এই সেমিনার চলে। আয়ুর্বেদের উপর কেন বিশেষ জোর দেওয়া প্রয়োজন এবং তার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি, লাক্ষা চাষ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এদিন সংস্থার নতুন ওয়েবসাইটও চালু হয়।
অনুষ্ঠানে সংগঠনের সচিব সৌমেন কোলে, মৃদুল তরফদার, বিকাশ কুমার মণ্ডল, সুভাষ সিনহা, সৌভিক ঘোষ এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, উপজাতি কল্যাণ বিভাগ, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই সভায় ভার্চুয়ালি যোগ দেন বেশ কয়েকজন কর্মকর্তাও।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সৌমেন কোলে-সহ সংস্থার বিভিন্ন আধিকারিকরা। সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন মৃদুল তরফদার, বিকাশ কুমার মন্ডল, সুভাষ সিনহা, সৌভিক ঘোষ প্রমুখ। সংস্থার জাতীয় উপদেষ্টা কমিটির সদস্য ডঃ নরেন্দ্র কুমার, ডঃ ওমপ্রকাশ (অবসরপ্রাপ্ত আইএএস ও প্রাক্তন মুখ্য সচিব উত্তরপ্রদেশ এবং সিইও গ্রোর নয়ডা) ডাঃ পঙ্কজ শর্মা (বিচারক পাতিয়ালা হাইকোর্ট, নয়াদিল্লি) ডঃ অনুজ শর্মা (অধ্যাপক দিল্লি বিশ্ববিদ্যালয়) হরিশ কৌশিক (নোডাল অফিসার MGICCC, Govt. Of NCT of Delhi), ডঃ অরুণ চন্দন (ডিরেক্টর RCFC-1, Ministry of Ayush, National Medical Plants Board), ডঃ মধু পারুথি (প্রিন্সিপ্যাল কেশব মহাবিদ্যালয়, Govt. Of NCT of Delhi), রণজিত সিং রাজপুত (ডিরেক্টর SFAC, Under Agriculture Department Govt. Of India), ভি সুরজ সিং ঠাকুর (প্রিন্সিপ্যাল GS Gune Ayurved College, Maharashtra) বিনয় সানসি,  Vinoy Sansi ও ক্লডিয়া পল (জার্মানি) বীরেন এস চৌধুরী (আইনজীবী সুপ্রিম কোর্ট), রাজীব হলদল ( ADJM- ATN), মনোজ কুমার (ডিরেক্টর LAC-TJAPSKBSK), আর কে পাণ্ড (উপেদেষ্টা TJAPSKBSK), রবিভূষণ তিওয়ারি (ICAR, কৃষি ভবন), অধ্যাপক ডঃ দীগম্বর মোকট (Chief Investigator RCFC West NMPB Ministry of Ayush)। এছাড়াও উপস্থিত ছিলেন Ministry of Agriculture and Farmer Welfare Department, Tribal welfare depends, Social Justice and Empowerment দপ্তরের প্রতিনিধিরা।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই সংগঠনের বেশ কয়েকটি প্রকল্প শুরু হবে বলে জানানো হয়েছে।
PIC  SANTANU DOLUI
MOBILE NO  7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন