*গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন*


চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট কলকাতা শাখার উদ্যোগে নগর সংকীর্তন ও চতুর্থ গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হয় তপন থিয়েটার প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি শশীকান্ত মিশ্র, চৈতন্য মঠ মায়াপুর প্রধান সম্পাদক শ্রীমদ্ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ, কলকাতা শাখার ভারপ্রাপ্ত আধিকারিক ভক্তিভূষন তুর্য্যশ্রমী মহারাজ, মায়াপুর যোগপীঠের ভারপ্রাপ্ত আধিকারিক পুরী মহারাজ, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার দাসঅধিকারী,পার্থসখা দত্ত, বিশিষ্ট সমাজসেবী দীপশ্রী নস্কর প্রমুখ। চৈতন্যদেবের মাহাত্ম্য ও ধর্মীয় আলোচনা সভা, পুজো পাঠ অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয় ও প্রত্যেকে প্রসাদ বিতরণ করা হয়।

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন