For immediate publication_প্রেস বিজ্ঞপ্তি_ _*TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দুই লড়াইয়ের লাভ-লোকসান’। ২৯ জুন ২০২৫, রবিবার, রাত ১০টায়।*_


*কলকাতা, ২৯ জুন*: আগুন। গোটা বিশ্ব জুড়ে আগুন জ্বলেছে শেষ দু সপ্তাহে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেড়ে ছিল প্রায় ৮ কোটি মানুষের প্রাণ। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা। এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে এগিয়ে চলছিলাম। আর এই যুদ্ধের সূচনা হয়েছিল পশ্চিম এশিয়ায়। তেহরানে। ১৩ই জুন। অন্ধকার নামার পর। সেদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইজরায়েল ইরানকে ততক্ষন মারবে যতক্ষন প্রয়োজন হবে। মার্কিন বিমান বাহিনী আর সাবমেরিন আক্রমণ করে ইয়ানকে। কিন্তু না, বেশিদিন এই যুদ্ধ চলেনি। দু সপ্তাহেই আপাতত থেমেছে যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ করে ইজরায়েলের লাভ কী হল? কেন আমেরিকা জড়িয়ে পড়ল এই যুদ্ধে? ইরান কী শিক্ষা পেল নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার জন্য? কেন হল যুদ্ধ? শুধুমাত্র ইগোর লড়াই? আমেরিকা ইজরায়েলের দাদাগিরি? কী কারণ লুকিয়ে? আর শুধু কি আমেরিকা, রাশিয়াও তো দিনের পর দিন দাদাগিরি করছে। ইউক্রেন দেশটা শেষ তিনবছরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কবে থামবে সেই যুদ্ধ? রাশিয়া সত্যি কি হাসিল করলো এই যুদ্ধ করে? এর শেষ কোথায়? কতটা বিপদের সামনে দাঁড়িয়ে পৃথিবী? সেই উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ _*TV9 বাংলার নতুন _*নিউজ সিরিজ ‘দুই লড়াইয়ের লাভ-লোকসান’। ২৯ জুন ২০২৫, রবিবার, রাত ১০টায়।*_
PIC. SANTANU DOLUI 
MOBILE NO ----7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন